শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় শিল্পীদের মধ্যে প্রতিযোগিতাসহ বিভিন্ন এলাকার শিল্পীদের অনুষ্ঠানে গান পরিবেশনের সুযোগ দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসা তিন দিন ব্যাপী বিজয় দিবস উদযাপন এই গ্রামের ঐতিহ্য।
এই গ্রামেই স্থাপিত দেশের মধ্যে সুখ্যাত দুর্লভ পূঁথি সংগ্রহশালা প্রয়াত মোশারফ হোসেন চৌধুরীর ভাতসাইল প্রগতি সংঘ পাঠাগার। এই পাঠগার মাঠে আয়োজিত ৩দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি দিন ছিল সোমবার। সমাপনি দিনে সঙ্গীত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠী সান্তাহার। মো, সাফিন আহমেদ বিজয়, শিশির, মেহেদী হাসান সৈকত, পতিষ্ঠাতা মোনায়েম হোসেন চৌধুরীর উপস্থাপনায় আয়োজনে ছিলেন, ভাতসাইল তরুন সংঘের সভাপতি রবিউল ইসলাম চৌধুরী পলক, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মো, সাইদুল ইসলাম,মো, মোতালেব হোসেন, মো, শিশির আহমেদ, সাহাদত হোসেন প্রমুখ।