রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সূচনা করা হয়। এর পর সকল দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। শনিবার সকাল ৮.৩০ মিনিটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে ১১.৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম, সাবেক কমান্ডার জবির উদ্দিন, এনামুল হক , আব্দুর রশিদ দেওয়ান বাবলু প্রমুখ। অপর দিকে বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ র্যালী ও স্মৃতিসৌধে পূস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। মেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।