শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
বদলগাছীতে বিরল রোগে আক্রান্ত শিশু পল্লব -সোনার দেশ
নওগাঁর বদলগাছীতে বিরল রোগে আক্রান্ত হয়ে তিন বছরের শিশু পল্লব মরণ যন্ত্রণায় ছটফট করছে। চিকিৎসকরা শনাক্ত করতে পারে নি কি ধরনের রোগ এটি। উপজেলার ৪ নম্বর মিঠাপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আদিবাসী সুরেশ সরদারের তিন বছরের শিশু পুত্র পল্লব জন্মের এক দিন পর থেকে তার ডান পায়ের নি¤্নাংশের ফোঁসকা রোগ দেখা দেয়। পরবর্তীতে এ রোগ সমস্ত শরীর মাথা ও চোখ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
তার মা প্রার্থনা রানী বারোয়ার জানান, গরমকালে শুধু ফাটা ফাটা ফোঁসকা এবং শীতকালে ফোসকার সংগে আঠাযুক্ত পানি দেখা যায়। জ্বালা যন্ত্রনায় পল্লব সব সময় কান্নাকাটি ও ছটফট করে এবং চোখ দিয়ে অনবরত পানি ঝরে। যন্ত্রনায় সে ঠিকমত খেতে ও ঘুমাতে পারে না। পল্লবের মা আরও জানান তারা হত দরিদ্র মানুষ, দিন মজুরী করে তাদের সংসার চলে। তার উপর ছেলের এ বিরল রোগ। তারা কোন রকমে অনাহারে অর্ধাহারে থেকে ছেলের চিকিৎসা করে আসছেন। এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় পল্লবকে চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ভিটামিন ও পুষ্টিযুক্ত খাবারের অভাবে এ রোগের উৎপত্তি হয়েছে বলে কিছু চিকিৎসা প্রদান করেন। এতে পল্লবের কোন উন্নতি হয়নি। পল্লবের এ বিরল রোগের যন্ত্রনা সইতে সইতে বাবা-মা ও যেন পাথরে হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় আক্রান্ত শিশু পল্লবকে নিয়ে বদলগাছী প্রেসক্লাবে আসে পল্লবের মা-বাবা। সাথে ছিলেন সমাজসেবা অফিসের মাঠকর্মী রজত গোস্বামী। প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে পল্লবের মা জানান তারা বড়ই অসহায়। শিশুর যন্ত্রনা আর সইতে পারছেন না। যদি কোন হৃদয়বান ব্যক্তি এ শিশুটির চিকিৎসা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান যোগাযোগ অথবা বিকাশ করুন এই নম্বরে ০১৭১০-১৩৯৯২৫। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা চান এ অসহায় বাবা-মা। জন্মের পর কিছু বুঝে উঠার আগেই অবুঝ শিশুটির জীবনে যেন চেপে বসে যন্ত্রনার পাহাড়।