বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার প্রত্যুষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভসূচনা করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, থানা পুলিশ, ফায়ারসার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সকল সরকারি, আধা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর, এমপির প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।