বদলগাছীতে যাত্রীবেশে অটো চার্জার ছিনতাইকালে জনতার হাতে আটক ৩

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর বদলগাছীতে যাত্রীবেশে অটো চার্জার ছিনতাইকালে স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে আটক করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত ভোর রাতে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকূড়ি গোপালপুর সড়কে।

আটককৃতরা হলো, আদমদিঘী উপজেলার পূর্ব ছাতনী গ্রামের মন্টুর ছেলে কালাম, বদলগাছীর নন্দাহার গ্রামের নিলচাঁদের ছেলে হেলাল, খাদাইল গ্রামের জোব্বারের ছেলে হেলাল। আবু হাসান নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়।

গ্রামবাসী জানান, ভোররাতে মসজিদে আজান দিয়েছে এমন সময় সড়কে অটো চার্জার চুরির চিৎকার শোনা যায়। ইতোমধ্যেই গুচ্ছ গ্রাম থেকে ফোনে জানানো হয় অটো চার্জার চুরি করে গ্রামের দিকে আসছে। দুধকূড়ি গ্রামের পাশেই নতুন ব্রিজ নির্মাণ কাজ চলমান। সেখানে সড়ক ভাঙ্গা রয়েছে। ছিনতাইকারীরা চার্জার মালিককে ছুরি ধরে চার্জার থেকে নামিয়ে দিয়ে দ্রুত বেগে চার্জার নিয়ে পালানোর পথে ব্রিজের ভাঙ্গায় ছিঁটকে পড়ে ছিনতাইকারীরা। গ্রামবাসী সেখানেই ছিনতাইকারীদের আটক করে উত্তম মধ্যম দিয়ে দুধকূড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে।

অটো চার্জারের চালক মানিক জানান, তার বাড়ি আদমদিঘীর বসিপুর। চালক জানায়, ভোর ৪টায় সান্তাহার রেলগেট থেকে আটককৃত ৪ জন তিলকপুর আসবে বলে ২শো টাকায় ভাড়া কন্ট্রাক হয়। তিলকপুর আসার পরে তারা জানায় দুধকুড়ি পৌঁছে দিতে হবে। মাঠের মধ্যে এসে আমাকে চার্জার থেকে নামিয়ে দেয়। তথ্য সংগ্রহকালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু।

থানার অফিসার ইনচার্জ মো. শাহজান আলী জানান, পুলিশ যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে। জয়পুরহাট থেকে র‌্যাব সদস্যরাও যায়। র‌্যাব এ ধরনের বিষয়গুলি পর্যবেক্ষণ করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়। বাদী সেখানেই আছে। বাদী থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।