শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতি ও গ্র্যাজুয়েট ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে বালুভরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির দফতর সম্পাদক আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক সোবহান, গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রভাষক নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহমুদুল হাসান হিরো।