রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধ
নওগাঁর বদলগাছীতে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলা ডাঙ্গীসারা ছোলাকালী পূজা মন্ডপ থেকে কাদিবাড়ী হয়ে জিধিরপুর ঝরনা রাইসমিল পর্যন্ত সড়কের ৮শ মি. পাকাকরণ কাজের উদ্বোধন করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সাবেক সাংসদ ড. মো. আকরাম হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমডিএ’র নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মো. হুসাইন শওকত, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজাম শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, ফজলে রাব্বী হেলাল, আনোয়ার হোসেন, বাবর আলী, উপজেলা যুবলীগ সভাপতি ইমামুল হাসান তিতু, সাজেদুর রহমান সাজু প্রমুখ। প্রধান কৃষিপণ্য বাজারজাত করণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত উদ্বোধনী সড়ক ছোলাকালী থেকে নদীর খেয়াঘাট পর্যন্ত ৮শ মি. নির্মাণ কাজের উদ্বোধন করায় বাঁকী সড়ক ঝরনা রাইচমিল পর্যন্ত বরাদ্দ এনে একই সঙ্গে যাতে কাজ সমাপ্ত করা হয় এর জন্য নেতাকর্মীরা প্রধান অতিথির নিকট দাবি জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দিনেশ সিংহ প্রধান অতিথির কাছে এ সড়ক থেকে ডাঙ্গিসারা গ্রামের শেষ পর্যন্ত সড়ক পাকাকরণের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শওকত এই দাবির সঙ্গে একমত পোষণ করে বাকী সড়কের বরাদ্দ এনে একই সঙ্গে সমাপ্ত করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান।