বদলগাছীতে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে ধর্ষন মামলার পলাতক আসামী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আসাদুজজামান দিপু (৪৫) চাঁপাইনগর গ্রামের মৃত শফিকুর ইসলামের ছেলে। গত ১০ ফেব্রুয়ারি রাতে আসাদুজ্জামান একই গ্রামের এক গৃহবধুর ঘরে ঢোকে জোড় পূর্বক ধর্ষণ করে।

পরে ঐ ধর্ষিতা বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করলে আসাদুজ্জামান পালিয়ে থাকে। র‌্যাব -৫, সিপিসি-৩ আভিযানিক দল অভিযান চালিয়ে পাঁচবিবি এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান জানান গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।