বদলগাছীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর বদলগাছীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উৎসব মুখর পরিবেশে অ্যাথলেটিকস এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। এ খেলায় উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. জামান পিন্টু, রজত গোস্বামী প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ