বদলগাছীতে সঙ্গীতে বিশেষ অবদানে সঙ্গীত প্রশিক্ষক আওয়াল কে সম্মাননা প্রদান

আপডেট: মে ২৪, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে উপজেলা পর্যায়ে সঙ্গীতে বিশেষ অবদান রাখায় সহকারী শিক্ষক ও সঙ্গীত প্রশিক্ষক আওয়াল আহম্মেদকে সম্মাননা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ এর আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) বিকালে চাংলা স্কুল মাঠে আয়োজিত উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

এছড়া কিশোর কিশোরীর উন্নয়ন কাজের জন্য যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ ও সামিমা খানমকে সংবর্ধনা প্রদান করা হয়। দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কৃষিবিদ রাজু আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা তারিকুল ইসলাম সাধন প্রমুখ।