মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে চলন্ত সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বদলগাছী টু পাহাড়পুর সড়কের কামালপুর গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলন্ত সিএনজির সাথে মোটরসাইকেল আরোহী পিন্দিরা গ্রামের আব্বাস আলী মাষ্টারের ছেলে সোহাগ হোসেন (৩৫) মুখোমুখি সংঘর্ষে সোহাগ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেয়। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি বলে খোঁজ নিয়ে জানা যায়।