বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় সাত মাসের অন্তসত্তা নারী নিহত ও ভ্যান চালকসহ দুজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বদলগাছী চারমাথা মোড়ের পশ্চিম পার্শ্বে মাতাজী সড়কে।
প্রত্যক্ষদর্শিরা জানান, মাতাজী থেকে বদলগাছী অভিমুখি একটি যাত্রীবাহী বাস চারমাথা মোড়ের পশ্চিম পার্শ্বে একটি চলন্ত ভ্যানে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়। ভ্যানের যাত্রী সুমিতা রানী পাহান (১৯) সাত মাসের অন্তসত্তা নারী পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
তার শাশুড়ি চুরমুন বালা (৫০) ও ভ্যান চালক আলতাফ হোসেন গুরুতর আহত হয়। আহতদের বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে নওগাঁ সদর হাসপাতাল ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়।
নিহত সুমিতা রানী উপজেলার ভাতশাইল গ্রামে যতিন পাহানের স্ত্রী। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী জানান, থানায় মামলার দায়ের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।