শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসকেন্দার মীর্জা তার দলবল নিয়ে গিয়ে কোলা বাজারের ইউপির মার্কেটের সাতটি দোকানঘরের তালা ভেঙে নতুন করে তালা ঝুলিয়ে দিয়েছেন। এর প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১২ টা থেকে ২টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখা হয়।
কোলা বাজারের ব্যবসায়ীরা জানান, কোলা বাজারে কোলা ইউপির মালিকানাধীন একটি মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটে মোট আটটি দোকানঘর রয়েছে। এরমধ্যে একটি ঘরে পোষ্ট অফিসের কার্যক্রম চলছে। তৎকালীন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল মার্কেটের সাতটি দোকানঘর সাত ব্যক্তিকে ত্রিশ বছর মেয়াদী শর্ত সাপেক্ষে ভাড়া দেন। ভাড়াটিয়ারা প্রায় দুই বছর ধরে সেখানে ব্যবসা করে আসছেন। ইউপি নির্বাচনের পর চেয়ারম্যান এসকেন্দার মীর্জা ওরফে বাচ্চু ইউপি মার্কেটের ভাড়াটিয়াদের দোকানঘর ছাড়তে মার্কেটের সামনে নোটিশ টাঙিয়ে দেন। ভাড়াটিয়ারা দোকান ছাড়েন নি। গত রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান এসকেন্দার মীর্জা বাচ্চু তাঁর দলবল নিয়ে ইউপি মার্কেটে আসেন। তিনি নিজে উপস্থিত থেকে সাতটি দোকানঘরের তালা ভেঙে ফেলেন। এরপর সাতটি দোকানঘরে নতুন তালা লাগিয়ে দিয়ে চলে যান। দোকান মালিকরা অভিযোগ করেন প্রতিটি ঘরের জন্য জামানত নেয়া হয়েছে। আমাদের জামানতের টাকা ফেরত দিলে আমরা দোকান ছেড়ে দিব। কিন্ত চেয়ারম্যান জামানতের টাকা ফেরত না দিয়ে জবর দস্তিমূলক দোকান ঘড়ে তালা লাগানো হয়। দোকান ঘরে থালা লাগানোর প্রতিবাদে গতকাল সোমবার ২ ঘন্টা দোকানপাট বন্ধ ছিল।
কোলা ইউপির চেয়ারম্যান এসকেন্দার মীর্জা বাচ্চু বলেন, কোন ইউপি চেয়ারম্যান কাউকে ত্রিশ বছর মেয়াদী দোকানঘর ভাড়া দিতে পারেন না। কয়েক জন ইউপির মার্কেটের সাতটি দোকানঘর অবৈধভাবে দখলে রেখেছিলেন। তাঁদের দোকানঘর ছাড়তে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্ত তাঁরা দোকানঘর ছেড়ে দেন নি। আমি ইউপির সচিব ও চৌকিদারদের নিয়ে গিয়ে দোকানঘরে তালা দিয়েছি। কোন দোকান ঘরের মালামাল লুট হয় নি। এ বিষয়ে দোকান মালিকরা থানায় অভিযোগ করলে গতকাল সোমবার বিকালে দু’পক্ষকে নিয়ে থানায় শালিস বসে কোন সমাধা হয় নি।