বদলগাছীতে সেনাবাহিনী কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে সেনাবাহিনী কর্তৃক উপজেলার আধাইপুর, মথুরাপুর ও মিঠাপুর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় মিঠাপুর হাইস্কুল মাঠে বগুড়া ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক ৫৭৫টি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি। সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে এলাকায় জনসাধারণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন এই এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামান্য প্রায়াস মাত্র।