শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে সড়ক সংস্কারের এক মাসের মধ্যে উঠে যাচ্ছে কার্পেটিং। এনিয়ে ক্ষোভ জমেছে স্থানীয়দের মাঝে। নিম্নমানের কাজের অভিযোগও করেছেন স্থানীয়রা। সড়কের বর্তমান চিত্র দেখে ঠিকাদারের কাজের গুনগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। উপজেলার গোবরচাপাহাট হইতে মিঠাপুর সড়কে এমন হয়েছে।
উপজেলা প্রকৌশল অধিদফতর সুত্রে জানা যায়, গোবরচাপাহাট বাজার থেকে মিঠাপুর সড়কের ১৭৬০ মিটার সড়ক সংস্কার কাজের দায়িত্ব পায় সামিহা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সংসদ সদস্যের ভাগেবন সাকিল তরফদার তার মেয়ের নামে কাজটি ধরেছেন এবং এটা প্রথম কাজ বলে জানা গেছে।
এই সড়ক সংস্কারে বরাদ্দ ছিল ৭৪ লাখ টাকা। সংস্কার কাজটি শেষ করা হয় সেপ্টেম্বর মাসের শেষের দিকে। কাজের শেষেই এখান থেকে উঠে যাচ্ছে কার্পেটিং। এছাড়াও রাস্তায় দেখা গেছে ফাটল।
এই সড়কে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের ভিতর থেকে পূর্ব দিকে সড়কের প্রায় কোয়াটার কিলো সড়ক ফাটল দেখা দিয়েছে। কার্পেটিংও উঠে গেছে। স্থানীয় লোকজন জানায়, সড়কে শিডিউল অনুযায়ী কাজ হয়নি। বিটুমিন কম দিয়েছে। তাছাড়া কার্পেটিং করার সময় সড়কে তেল মারা হয়নি, পরিস্কার করা হয়নি। ধুলাবালির উপর কাজ করায় কয়েক দিনের মধ্যেই সড়ক ফেটে উঠে।
স্থানীয় মেম্বার পরিমল চন্দ্র জানায় আমি বাঁধা দিয়েছিলাম কিন্তু আমার কথা শুনলেন না। তারা একেবারে নিম্নমানের কাজ করেছে।
এ বিষয়ে সামিহা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সাকিল তরফদারের সঙ্গে বুধবার দুপুরে মোবাইলফোনে কথা বললে তিনি মিটিংয়ে আছেন বলে জানান। বিকালে আবারও পর পর দুবার ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করা হয়নি।
উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান সড়ক সংস্কার নিম্নমােেনর হয়েছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, সড়কের কিছুটা সমস্যা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তা পুনরায় ঠিক করে দেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এর ব্যাখা দিতে হবে।