মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছিতে জুয়েল হোসেন (২০) নামে মাদক মামলার আসামি হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার সাগরপুর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাতকড়াসহ পালিয়ে যাওয়া জুয়েল হোসেন সাগরপুর গোয়ালপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে বলে জানা গেছে।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদরা জানান, গত রোববার বিকেলে থানার এএসআই নুর ইসলাম একজন কনস্টেবল নিয়ে সাগরপুর গোয়ালপাড়া গ্রামে এসে জুয়েল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। তারা বিকেল চারটার দিকে জুয়েলকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলছিলেন। এসময় জুয়েল হোসেন পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ফিরোজ নামে একব্যক্তি বলেন, তিনি সন্ধ্যায় জুয়েল হোসেনকে হাতকড়াসহ গ্রামে ঘুরতে দেখেছেন। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি।
বদলগাছি থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, নুর ইসলাম আমাকে কোন কিছু জানায়নি। একারণে কিছু বলতে পারছি না। যোগাযোগ করা হলে গত রোববার রাত আটটায় ওসি জালাল উদ্দিন বলেন, আমি ছুটিতে আছি। ওসি (তদন্ত) আমাকে ঘটনাটি জানিয়েছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।