বদলগাছীতে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এর নেতৃত্বে এস আই মেহেদী হাসান, আব্দুল আলিম, মনিরুল ইসলাম, মতিউর রহমান অভিযান চালিয়ে খামার আক্কেলপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ির ভাড়াটিয়া তানজীদ হোসেন ওরফে বিজয় এর স্ত্রীকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

এ সময় বিজয় পালিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বিজয় বিভিন্ন এলাকায় ভাড়া থাকার কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে।