রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘড়িয়া গ্রামে অনুমতি ছাড়া অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই গ্রামের আবু কালাম আজাদ ওরফে সাজু নামে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পুকুর খননে অনুমতি না নিয়ে ফসলি জমি নষ্ট করে রাস্তার ধার পর্যন্ত পুকুর বর্ধিত করছে। স্থানীয় লোক জনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে ভিযোগের প্রমান মিলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।