বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থীর কর্মি সমাবেশ

আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছী প্রথম ধাপে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে। চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সকল প্রার্থীই ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছে। গত সোমবার বিকালে দীপগঞ্জ হাইস্কুল মাঠে চেয়ারম্যান পদ প্রার্থী আবু খালেদ বুলু তাঁর কাপ পিরিস মার্কায় ভোট চেয়ে নির্বাচনী কর্মি সমাবেশ করেন।

কর্মি সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহেন মাহমুদ এর সভাপতিত্বে নিজের কাপ পিরিস মার্কায় ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদ প্রার্থী আবু খালেদ বুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য শাহিন মাহমুদ দিপু, ইউনিয়ন আয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ নাজমুল প্রমুখ। বক্তারা কাপ পিরিস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।