শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছে গ্রামবাসী।
আটককৃতরা হলো, নওগাঁ সদর থানার বুজরুক আতিথা গ্রামের বদর উদ্দিন ফকিরের ছেলে আজাদুল ইসলাম(৪৪), কোমাইগাড়ী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজু(৪৪), মল্লিকপুর গ্রামের তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল(২৭), মহাদেবপুর থানার বেল ঘরিয়া গ্রামের মস্তলের ছেলে মুকুল হোসেন(৫০)।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে, ভরট্ট গ্রামের সামসুল মন্ডল (৫০), একই গ্রামের শাহজালালের অটোতে চড়ে শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে মহাদেবপুর বাজারে যাচ্ছিল। এ সময় ভরট্ট ব্রিজের উপর চার ছিনতাইকারী অটো চার্জারের গতি রোধ করলে সামসুল মন্ডল দৗড় দিয়ে পালানোর চেষ্টা করে এবং ফোনে বাড়িতে জানালে পাড়া প্রতিবেশী ছুটে এসে তারাকরে ৪ ছিনতাইকরীকে আটক করে থানায় সোপর্দ করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো, আতিয়ার রহমান জানান আটককৃত ৪ জনই ডাকাত, এদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।