বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাইন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রোববার বেলা ২টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: জহুরুল ইসলাম রোহেল।
নতুন প্রজন্ম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) মো: কামরুল হাসান সোহাগ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা বক্তব্য শোনালেন বীর মুক্তিযোদ্ধা ডি এম এনামুল হক, মো: জবির উদ্দিন, মো: সামসূল আলম, দেওয়ান মো: আব্দুর রহিম বাবলু। অনুষ্ঠানে এই চার মুক্তিযোদ্ধাদের বক্তব্যের উপর উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ন হয়। উত্তীর্নদের মাঝে পুরস্কার স্বরূপ সনদপত্র ও বই উপহার প্রদান করা হয়।