বদলগাছী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

বুধবার সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌদ প্রাঙ্গণ একত্রিশবার তোধ্বনির মাধ্যেমে দিবসের শুভ সূচনা করা হয়। এর পর স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৯টায় মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, এতিম খানায় উন্নতমানের খাবার আয়োজন করা হয়।

Exit mobile version