বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে রাস্তার ধারে ক্ষেতের জমি থেকে স্থানীয় গুড় ব্যবসায়ীর ফয়জুল হকের (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঢেঁকড়া গ্রামে।
থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায় ফয়জুল ঢেঁকড়া গ্রামের মৃত লাল মোম্মদের পুত্র। সে বুধবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে খলসি মোড়ে আসে। এর পর আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে খলসি মোর থেকে হাফ কিলো দুরে ফয়জুলের লাশ পরে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে খলসি মোড় থেকে বাড়ি ফেরার পথে স্ট্রোক করেছে। তার হাতে টর্সলাইট, পকেটে মোবাইল ফোন ছিল।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।