সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার খেলাধুলা ও সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর সমাপ্তি হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান সঙ্গীত পরিবেশন করেন। শেষে ওই বিদ্যারয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরপনা ইয়াসমিন কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিয়ার রহমান, ওই বিদালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ, সহকারী প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, মনিরুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন ও সেক্রেটারী জাহিদ হোসেন প্রমুখ।