বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে ৬ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়। বুধবার দুপুরের পর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে অনুদানের অর্থ তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিল উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান মন্ডল ও মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান। প্রতি শিক্ষার্থীর মাঝে ৪ হাজার টাকা, মোট ২৬ হাজার টাকা বিতরণ করা হয়।