বদলাবে চাঁদের তাপমাত্রা, বিরাট প্রভাব পড়বে পৃথিবীতে, চিন্তায় বিজ্ঞানীরা

আপডেট: জানুয়ারি ১২, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


চাঁদকে দেখলে মনে হয় সেটি অতি শীতল একটি গ্রহ। এখনে প্রাণের কোনও হদিশ নেই। থাকার কথাও নয়। তবে অনেকেই জানেন না চাঁদের মাটির তাপমাত্রা কত। গবেষণা থেকে দেখা গিয়েছে চাঁদের মাটির তাপমাত্রার পরিবর্তন ঘটছে। এর কী প্রভাব পড়তে পারে পৃথিবীর উপর।

এটা সকলেই জানে যে সূর্যের আলোর উপর চাঁদের তাপমাত্রা হেরফের হয়ে থাকে। এই তাপমাত্রার হেরফের অতি দ্রুত হয়ে থাকে। প্রচন্ড গরম থেকে শুরু করে প্রচন্ড শীতে পরিনত হয় চাঁদের তাপমাত্রা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর জানিয়েছেন, যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে তখন তার তাপমাত্রা হয়ে থাকে ১০০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে যেদিকে রাত হয় তখন সেখানে তাপমাত্রা হয়ে থাকে মাইনাস ১০০ ডিগ্রি সেলসিয়াস।

সেদিক থেকে দেখতে হলে পৃথিবীর গড় তাপমাত্রা থাকে ৫৯ ডিগ্রি ফারেনহাইট। চাঁদ পৃথিবীর থেকে ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। তবে দুজনের পরিবেশ আলাদা বলে তাপমাত্রার এই পরিবর্তন ঘটে থাকে। পৃথিবীতে তাপমাত্রা টেনে নেওয়ার পরিবেশ রয়েছে। তাই এখানে তাপমাত্রা বাড়তে পারে না। অন্যদিকে চাঁদে কিছুই নেই বলে তাপমাত্রা নিজের ইচ্ছায় কাজ করে থাকে।

তবে বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে চাঁদের তাপমাত্রা পরিবর্তন হয়েছে। দিনের বেলা সে অনেক বেশি গরম হয়েছে। রাতের দিকে অনেক বেশি ঠান্ডা। মনে করা হচ্ছে সূর্য ধীরে ধীরে পৃথিবী এবং চাঁদের কাছে আসছে ফলে এই তাপমাত্রার হেরফের ঘটছে। পৃথিবীর মানুষরা যে তাপমাত্রা বুঝতে পারছেন না চাঁদের মাটিতে সেই তাপমাত্রা অতি সহজেই বোঝা যায়।

নাসার পক্ষ থেকে বলা হয়েছে আগামীদিনে চাঁদের তাপমাত্রা ১২১ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের দিকে তার পরিমান হবে মাইনাস ১৩৩ ডিগ্রি। বুধের পর চাঁদের তাপমাত্রা সবথেকে বেশি হবে। সেই সময় পৃথিবীর তাপমাত্রাও অনেকটাই বাড়বে। চাঁদের ফলে পৃথিবীতে জোয়ার ভাটা হয়ে থাকে। তবে আগামীদিনে যদি চাঁদ এই পরিস্থিতির শিকার হয়ে থাকে তাহলে পৃথিবীতেও তার সরাসরি প্রভাব পড়বে। তখন পৃথিবীর পরিবেশে বড় বদল ঘটবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ