বদলে যাওয়া বাংলাদেশকে সমীহ করছে ভারত

আপডেট: জানুয়ারি ৪, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


শিলিগুড়িতে তাপমাত্রা অনেক কম কিন্তু উত্তপ্ত বাংলাদেশের মেয়েরা। কারণ ভারতের বিপক্ষে প্রথম সাফ ফাইনালে মাঠে নামছে তারা। সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে ৬-০ গোলের জয় উপস্থাপন করেছে ভিন্ন এক বাংলাদেশকে।
ভারতের বিপক্ষে এর আগে সবসময়ই অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। বাংলাদেশকে সম্মান করেই আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে ভারত। গতকাল ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই বলেছেন ভারতীয় কোচ সাজিদ ধর।
স্বাগতিক কোচ বলেছেন, ‘যোগ্যতা প্রমাণ করেই বাংলাদেশ খেলছে ফাইনালে। কেউ তাদেরকে এখানে পৌঁছে দেয় নি। গ্রুপ পর্যায়ে তারা আমাদের গোলশূন্য ড্রয়ে বাধ্য করেছে। আমরা ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। যে ভুলগুলো আমরা করেছি তা শোধরানোর চেষ্টাও করেছি। ভুলের পুনরাবৃত্তি আমাদের জন্য হবে খুবই ভয়ঙ্কর। আমার সেটা করতে চাই না।’ সাজিদ আরো যোগ করেন, ‘গোলের সুযোগ কাজে লাগাতে হবে, এই বিলাসিতা ফাইনালে চলবে না। আমরা বাংলাদেশকে সম্মান করি তবে ফাইনালে ভারতই ফেভারিট।’ বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন সতর্ক, ‘ফাইনালে ভিন্ন ভারতকে মোকাবেলা করতে তৈরি আমরা। গ্রুপ পর্বের ম্যাচ আর ফাইনাল এক নয়। ফাইনালে আমাদের কৌশল হবে ভিন্ন। আমরা আমাদের শতভাগ দিতে প্রস্তুত, আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
ছোটন আরো যোগ করেন, ‘গ্রুপ পর্বে ভারতের পজিশন ভালো ছিল। তবে গোলের সুযোগ আমরাও পেয়েছি। বিশেষ করে ৭৫ মিনিটে সাবিনা সুযোগটা কাজে লাগাতে পারলে হয়তো জিতেও যেতে পারতাম আমরা।-বাংলা ট্রিবিউন