শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সম্প্রতি দ্য প্ল্যানেটরি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে একটি তথ্য। যা শুনে চমকে উঠছেন সাধারণ মানুষ। তাতে বলা হয়েছে, বৃহস্পতির লাল দাগ স্থিতিশীল নয়।
বৃহস্পতির গায়ের এই লাল দাগ নিয়েই তুঙ্গে জল্পনা ছিল। ওই রেড স্পট নিয়ে কৌতুহল বহু বহু যুগের। আসলে তা ঠিক কী, কী হতে পারে তা থেকে, তা বিস্তারিত জানার জন্য চলছিল গবেষণা।
সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে জুপিটারস গ্রেট রেড স্পট অর্থাৎ জিআরএস স্থির নয়, কাঁপছে তা। গবেষণার পর নাসা সেই তথ্য প্রকাশ্যে এনেছে। হাবল স্পেস টেলিস্কোপ ব্যাবহার করে, স্পেস স্টেশন ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে ওই লাল দাগটিকে পর্যবেক্ষণ করে।
টাইমস ল্যাপস মুভি হিসেব বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেখানেই ধরা পড়ে লাল দাগের পরিবর্তন। তাতে দেখা গিয়েছে, বৃহস্পতির লাল দাগের আকৃতির পরিবর্তনও হয়। গবেষকদের কাছ এই আকৃতির এবং গতির পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ন এবং অবাক হওয়ার।
তথ্যসূত্র: আজকাল অনলাইন