বনপাড়া পৌরসভায় ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট: জুন ৫, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কোনো নতুন করাারোপ না করে ৩৮ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ওই বাজেট পেশ করেন।

পৌর মিলনায়নে মেয়র জাকির হোসেনের সভাপতিত্বে ষোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৫৯২ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৮৪ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা।

রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয় ৪৭ লাখ ৭৬ হাজার ৫৯২ টাকা ও উন্নয়ন খাতে উদ্বৃত্ত ধরা হয় তিন লাখ ৩৮ হাজার ৭৮৪ টাকা। বাজেট সভায় সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী, সুধীজন উপস্থিতিতে বক্তৃতা দেন পৌর-মেয়র কে.এম জাকির হোসেন, পৌর-নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম-ভূঁইয়া, নির্বাহী-প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ-কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান-মাসুদ, মোহিত কুমার, শরিফুন্নেসা শিরিন-প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ