বনপাড়া ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ

বনপাড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরে বড়াইগ্রামের বনপাড়া ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল্লা আল আউয়াল (মমিন) এবং সঞ্চালনা করেন স্কুল পরিচালনা পর্যদের পরিচালক মো. জিয়াউর রহমান জুয়েল ও শিক্ষিকা উম্মে হাবিবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ডেপুটি রেজিস্ট্রার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন, বনপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ও সাংবাদিক সাইফুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষিকা রুমা খাতুন প্রমুখ।

৬৩ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকমন্ডলী ও এলাকার সুধীজনেরা।