বনপাড়া পৌরসভায় এবার মাদক বন্ধে লাঠি বাঁশি

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় মাদক, চুরি, ছিনতাই বন্ধে লাঠি বাঁশির নিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিরোধ কমিটি। সমাজের যেখানে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী দেখা যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। যার সামনে প্রথমে পড়বে তিনি লাঠি হাতে নিয়ে বাঁশিতে ফুঁ দিলেই যুবকেরা বেরিয়ে আসবে বাঁশি বাজিয়ে, লাঠি হাতে। এছাড়া সারা মহল্লায় চলছে রাত জেগে পাহারা। পাড়ার ১০১ যুবকের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে লাঠি বাঁশি সংঘ। ইতোমধ্যে বহিরাগত এক যুবককে পাকড়াও করে পুলিশে দেয়া হয়েছে। অপর এক যুবককে লাঠি পেটা করে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে লাঠি বাঁশির ব্যবহারকে যেন কোনো মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে তার জন্য বিষয়টি লিখিত ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্তরের প্রশানকে অবহিত করা হয়েছে। সকলের পক্ষে সমাজ প্রধান ইব্রাহিম সরদার গত বৃহস্পতিবার ওই কাজটি করেন।
লাঠি বাঁশি সংঘের সভাপতি জাহিদ হাসান সাজু ও সম্পাদক সাজু হালদার বলেন, মাদকের ছোবলে আজ সমাজ ধংসের দ্বার প্রান্তে। বিশেষ করে যুব সমাজ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই মুরব্বীদের সহায়তায় আমরা আমাদের সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার উদ্যোগ নিয়েছি। আশা করি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সহযোগিতা পেলে আমরা বিজয়ী হবো।
ইব্রাহিম সরদার বলেন, সমাজকে বাঁচাতে হলে মাদকের থাবা থেকে সবাইকে রক্ষা করতে হবে। তার জন্যই এই উদ্যোগ।
গতকাল শুক্রবার বাদ জুম্মা সম্মিলিত সমাবেশ হয় সরদারপাড়ায়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ঈমান আলী, সরদার সুলতান, সরদার রফিক, রাজু আহম্মেদ, জাহাঙ্গীর আলম, হেলাল প্রমূখ। পরে সহ¯্রাধিক মহল্লাবাসী লাঠি হাতে বাঁশি বাজিয়ে মিছিল নিয়ে বনপাড়া বাজার প্রদক্ষিণ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, সামাজিক এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে অন্যান্য এলাকার সচেতন নাগরিকদের অনুসরণের পরামর্শ দেবো। তবে লাঠি বাঁশির উদ্দেশ্য যেনো ভিন্ন খাতে প্রবাহিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরাও সেদিকে সজাগ দৃষ্টি রাখবো।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে নাটোর জেলা শহরে প্রথম লাঠি বাঁশি সমিতির জন্ম হয়। তখন সারা দেশে এর আলোড়ন সৃষ্টি হয়েছিল।