বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৯ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বনপাড়া পৌরসভার সকল কাউন্সিলরা ৮দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু করেছেন। গত ৮মার্চ থেকে শুরু হওয়া কর্মসূচি সম্পর্কে গতকাল সোমবার সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা।
পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন পৌর মেয়র অধ্যাপক জাকির হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কাউন্সিলর ময়েজ উদ্দিন, মহিত কুমার, ঈমান আলী, শহিদুল ইসলাম, শরিফুন্নেসা শিরিন, আকলিমা বেগম, রাজিয়া বেগম, আবুল হোসেন কালাম প্রমূখ। তারা বলেন, কলম বিরতির পাশাপাশি তারা তাদের দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে উচ্চ আদালতে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মে ফিরবেন না।