‘বন্ধু আমরা’- সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ২:২২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায়, বন্ধু আমরা সংগঠনের আয়োজনে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের কাদমা ফুলবাড়ী গ্রামে ও দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু রক্ষাগোলা সমাজ সংগঠন প্রাঙ্গণে বয়োজ্যৈষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বন্ধু আমরা’-সংগঠনের মাহফুজুল ইসলাম লিটন,

শফিকুল ইসলাম শিবলী, আরিফ কামাল ইথার, বাবুল ইসলাম, খালেদা হোসেন, নাসিমা জাহান নীরু, মনিরুল হক লেনিন। এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নিরাবুল ইসলাম, ইমরুল সাদাত, প্রেম চাঁদ এক্কা, সুদক্ষন টপ্প্য, কাথারিনা হাঁসদা, রঞ্জিত সাওরীয়া, রাজকুমার রাজেয়াড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃ ২১০ জন শীতার্ত বয়োজ্যৈষ্ঠ জনগণকে ১টি করে কম্বল প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ