বন্যাকবলিতদের পাশে থাকতে চাই রাজশাহী কলেজ

আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বন্যাকবলিত এলাকার মানুষদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই রাজশাহী কলেজ পরিবার। এ কর্মসূচিকে সামনে রেখে গতকাল বুধবার দুপুর ২টায় রাজশাহী কলেজ শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের ২৬টি কো-কারিকুলার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ অংশগ্রহণ করে।
সভায় ২৬ টি সংগঠনসহ রাজশাহী কলেজ পরিবার দেশের উত্তরাঞ্চলের ৩ টি স্পটে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসাবে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী এই আত্মমানবতার সেবায় এগিয়ে আসার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম, নীলফামারি ও নওগাঁর মান্দা থানায় এবছর বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরীসহ কলেজের ২৬ টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ।