বন্যাদুর্গতদের সহায়তায় রাকাব এর পক্ষ থেকে অনুদান প্রদান

আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর কর্মকর্তা-কর্মচারীদের ১ (এক) দিনের বেতনের সমপরিমাণ ২১ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।

গত ২৩ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে এবং ঊর্ধ্বতন নির্বাহীগণের অংশগ্রহণে এক জরুরী ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালকসহ সকলে বন্যায় ক্ষতিগ্রহস্থদের জন্য গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেন।

দেশের এই ক্রান্তিলগ্নে ব্যাংক ব্যবস্থাপনার এমন মানবিক সিদ্ধান্তকে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version