শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক-সোনার দেশ
নাটোরের সিংড়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্র¿ী জুনাইদ আহমেদ পলক। তিনি শুক্রবার বিকেলে উপজেলার সাতপুকুরিয়া, আনন্দনগর ও বিলদহর এলাকায় বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ২০ কেজি চাল, নগদ ২শ টাকা, আধা কেজি ডাল, আধা কেজি জিরা, গুড় ২শ গ্রাম, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওদুদ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।