বন্যার্তদের সাহায্যে ‘যত বিপদ, তত ঐক্য’ স্লোগানে রাবিতে কনসার্ট অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ

সংগীত পরিবেশন করছেন কয়েকজন শিল্পী। ছবি: সোহাগ আলী

রাবি প্রতিবেদক :


‘যত বিপদ, তত ঐক্য’ স্লোগানে বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছে শুরু হয় অনুষ্ঠানটি। শেষ হয় রাত ১০টায়।

সংশ্লিষ্টরা জানান, কনসার্টটির শিরোনাম ছিলো ‘শুদ্ধ স্বত্তা ফান্ড রেইজিং কনসার্ট’। কনসার্টে বিশ্ববিদ্যালয়ের ও বাইরের বিশের অধিক শিল্পী সংগীত পরিবেশন করেন। এসময় মোট ত্রিশ হাজারের বেশি টাকা সংগ্রহ করা হয়।

সার্বিক বিষয়ে স্বেচ্ছাসেবকদের একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তুহিন জাওয়াদ বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য বন্যাদুর্গত মানুষদের জন্য ফান্ড সংগ্রহ করা। আমাদের বিশ্ববিদ্যালয়ের ও বাইরের মিউজিসিয়ানদের সহায়তায় আজকের এই কর্মসূচি।

যেই ফান্ড সংগ্রহ করা হয়েছে, সেটা শীঘ্রই আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠিয়ে দিবো। আর এখানে নির্দিষ্ট কোনো আয়োজক ছিলো না। বিভিন্ন ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগেই এটির আয়োজন করা হয়েছিল।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version