বন্যার পানিতে ভেসে যাওয়া নারীর লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর বাগমারা উপজেলায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় শ্মশানঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম জয়নব বিবি (৪২)। তিনি একই ইউনিয়নের রমজানপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, স্থানীয়রা সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন। বিষয়টি থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যানকেও জানানো হয়েছে।
বিজন কুমার সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে রমজানপাড়া গ্রামের বন্যায় ভেঙে যাওয়া রাস্তার ওপর দিয়ে হাঁটতে গিয়ে পানিতে পড়ে যান জয়নব। সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা চেষ্টা চালিয়েও জয়নবের সন্ধান পাননি। পরে তাদের সঙ্গে দমকল বাহিনীর ডুবুরিরাও যোগ দেন। কিন্তু তারাও জয়নবকে উদ্ধারে ব্যর্থ হন।
এরপর শুক্রবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয়রা রমজনপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে শালজোড় শ্মশানঘাঁট এলাকায় ওই নারীর লাশ ভাসতে দেখেন। খবর দেওয়া হলে স্বামী আবু সাঈদ গিয়ে স্ত্রীর লাশ শনাক্ত করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ