বন্যা ও ভূমিধসে তানজানিয়ায় ৪৭ জনের মৃত্যু

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ

তানজানিয়ায় ভারী বৃষ্টি থেকে সৃষ্টি বন্যা

সোনার দেশ ডেস্ক :


তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এবং আহত হয়েছেন ৮৫ জন। স্থানীয় এক কর্মকর্তা জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি আছে। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছ।

তানজানিয়ার উত্তরের জেলা কমিশনার জানিয়েছেন, রাজধানী ডেডোমা থেকে ৩০০ কি.মি উত্তরে কটেশ শহরে এ ভূমিধস আঘাত হেনেছে। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।

দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে সরকারি প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। উল্লেখ্য কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে এখন দুবাইতে অবস্থান করছেন দেশটির প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ