ববিতে ChemFusion ChemFest 2.0 এর উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ChemFusion ChemFest 2.0 এর ফাইনাল রাউন্ড। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পৃষ্ঠপোষকতায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রঙের প্রাচুর্য থেকে তুষারকনার সৌন্দর্য, ঘোলাটে বা রঙিন ইমালশন হতে সোডিয়ামের সোনালী-হলুদ শিখা আমাদের চারপাশের সবকিছুই রসায়নের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে।

এই সৌন্দর্যকে অবলোকন এবং সবার মাধে ছড়িয়ে দেয়ার জন্য গঠিত হয় ChemFusion। ২০২২ সালে প্রথমবারের মতো American Chemical Society (ACS) এর সহযোগিতায় ChemFusion আয়োজন করেChemFusion International ChemFest-2022 ২০২২। এরই ধারাবাহিকতায় বরিশাল বিশ^বিদ্যালয়ে রসায়ন বিভাগের পৃষ্ঠপোষকতায় ChemFusion এ প্রতিযোগিতার আয়োজন করে। রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দসহ প্রতিযোগিতার বিভিন্ন সেক্টরের প্রতিযোগি ও বিচারকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ChemFusion বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে রসায়ন ও রসায়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা একটি অরাজনৈতিক, অবাণিজ্যিক ও অলাভজনক সংগঠন। রসায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং রসায়নে ক্যারিয়ার গড়তে উৎসাহ প্রদান করা ChemFusion এর অন্যতম লক্ষ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ