বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ৬ দফা বেদী সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খোরশেদ আলম,

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. রফিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী-অধ্যাপক ড. লোকমান হোসেন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুম সিকদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী। টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করবেন।