সংবাদ বিজ্ঞপ্তি :বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে সোনালী ব্যাংক পিএলসির অনলাইন সেবা। এর ফলে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে দেশের যে কোনো প্রান্তে বসে অনলাইনের মাধ্যমে তাদের যাবতীয় ফি ও সব ধরনের চার্জ প্রদান করতে পারবেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালযের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালযের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসির বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহ্ আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল এবং অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক (গ্রেড-৪) সুব্রত কুমার বাহাদুর।
সোনালী ব্যাংক পিএলসি বরিশাল বিশ^বিদ্যালয় শাখার ম্যানেজার ড. দীপু রানী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।