বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন। সকালে উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যামে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় । এরপর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য। সকাল ৯:৩০ টায় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি । র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর পুষ্পস্তবক অর্পণে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বিভিন্ন বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন । দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে বহুদূর এগিয়ে গেছে। আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে হলে বঙ্গবন্ধুর দেখানো পথে হাটতে হবে এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর তাহলেই বাংলাদেশ সত্যিকার অর্থে তার কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে পারবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক জন-ইতিহাস ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক ড: মেসবাহ কামাল ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. শওকত আরা। সভাপতির বক্তব্যে উপাচার্য মহোদয় সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু বাঙালীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর সেই আত্মমর্যাদা আজ নিশ্চিত করেছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগিয়ে যাওয়া বাংলাদেশের এ অগ্রযাত্রাকে আজ যারা বাধাগ্রস্থ করতে চাচ্ছে সেই সকল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এবং তাদের সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানান উপাচার্য মহোদয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, কলা ও মানবিক অনুষদের ডিন তানভীর কায়ছার, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ তানজীন হোসেন, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি শাহাজাদা খান ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি আরিফ সিকদার। রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১০:৩০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে ২৫টি বিভাগের অংশগ্রহণে আয়োজিত দেয়ালিকা প্রদর্শনী এবং শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের “জয়ন্তী” বাস উদ্বোধন করেন উপাচার্য মহোদয়। সভাশেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত কুইজ ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকাল ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ