বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ফেব্রুয়ারি ২০২৪ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর উপস্থিতিতে বিএমডিএ কর্মকর্তা/কর্মচারীদের সুস্থ্যতা কামনা মাধ্যমে সভা শুরু হয়।
মাসিক সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। এসময় তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সেচ, বৃক্ষরোপণ উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এছাড়াও মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমুলক ও বাস্তব সম্মত বক্তব্য শোনেন। এসময় তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিএমডিএ অতি: প্রধান-প্রকৌশলী শামসুল হোদা, অতি: প্রধান-প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম,
প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা সহ কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ মাসিক সভায় উপস্থিত ছিলেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী ও রংপুর বিভাগের সকল জোনের অফিসারগন মাসিক সভায় উপস্থিত ছিলেন।