মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নষ্ট/পোড়া ট্রান্সফরমার মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী রিজিয়ন এর আয়োজনে বিএমডিএ’র হল রুমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতি:প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম খান অতি:প্রধান প্রকৌশলী, ড. মো: ইকবাল হোসেন তত্বাবধায়ক প্রকৌশলী, মো: রোকনুজ্জামান বিশ্বাস হিসাব নিয়ন্ত্রক বিএমডিএ।
কোর্স পরিচালনা করেন মো: সমশের আলী তত্বাবধায়ক প্রকৌশলী, গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ।
প্রশিক্ষণ কর্মসূচি রাজশাহী, তানোর, বাগমারা, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর জোন সহ মোট ২৪জন অংশ গ্রহণ করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কৃষদের সেবার মান বৃদ্বির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেন। সে প্রেক্ষিতে ওয়ার্কশপ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেচ শাখার উদ্যেগে ২দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়।