রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সভায় বিএমডিএ’র চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান সহ অন্যরা
সংবাদ বিজ্ঞপ্তি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জানুয়ারি ২০২৫ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিএমডিএ’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে (জিমনেসিয়াম) সভা অনুষ্ঠিত হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. মো.আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির (সচিব), নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলামসহ কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ মাসিক সভায় উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী ও রংপুর বিভাগের সকল জোনের অফিসারগণ মাসিক সভায় উপস্থিত ছিলেন।