বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও প্রকাশনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ২:১২ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আনলকিং দ্যা সিক্রেটস অফ রিসার্চ এন্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এটির আয়োজন করে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সিফাত আরা কনকের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল ও সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের সহযোগী অধ্যাপক ড. সুলতানা রাজিয়া। প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসেন।

সেমিনারে অধ্যাপক ড. খালেদ হোসেন বিদেশে উচ্চশিক্ষা ও রিসার্চের বিষয়ে গঠনমূলক দিক নির্দেশনা দিয়ে বলেন, ‘টাকার জন্য রিসার্চ আটকে রাখা একটা অজুহাত ছাড়া কিছুই না। প্রয়োজন ইচ্ছাশক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম। যেসব শিক্ষার্থীদের ভিতর এগুলো আছে তাঁরা রিসার্চ করে সফল হবেন ইনশাআল্লাহ।’

বিশেষ করে তিনি উচ্চশিক্ষা ও রিসার্চ-এর আবেদন প্রক্রিয়া, আবেদন সিলেক্ট বা রিজেক্ট হওয়া থেকে শুরু করে গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তর আলোচনা করেন। পাশাপাশি দেশের বাইরে উচ্চতর কোর্সে স্কলারশিপ বা সুবিধা পাওয়ার ধাপগুলো বিস্তারিত আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের রিসার্চ ও উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ