বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘মোটিভেশনাল ও ক্যারিয়ার কাউন্সিলিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. অলীউল আলম।
বক্তব্যর শুরুতেই তিনি লেবাননের প্রখ্যাত কবি ও লেখক কাহলিল জিবরান-এর উক্তিকে উদ্ধৃত করে বলেন, ‘আগুনে লাফিয়ে পড়ার জন্য যার জন্ম হয়েছিল তাকে ঝর্ণার সুশীতল জলের পাশে বসিয়ে দিয়ে দেখেছি, কোন লাভ হয়নি। সে ঠিকই অনুসন্ধান করেছে অগ্নিকুন্ড এবং তাতে লাফিয়ে পড়েছে যেমন আজকের জন্য তেমন আগামীকালের জন্য এবং চিরকালের জন্য।’ উপস্থিত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমাদেরও জন্ম হয়েছে অগ্নিকুন্ডে লাফিয়ে পড়ার জন্য। তোমাদের মেধা আছে, তোমরা পরিশ্রমী, তোমরা সফল হবেই।
তোমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। এক ঘণ্টার বক্তব্যে ড. অলীউল আলম রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সাহিত্য, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব হতে দৃষ্টান্ত টেনে বিভিন্ন বিজ্ঞানী, মনিষী, দার্শনিক, সাহিত্যিকের জীবন হতে সফল হয়ার যে গল্প শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন, তা শিক্ষার্থীদের জন্য অনু-প্রেরণার।
ক্যারিয়ার বিষয়ক বক্তব্যে প্রফেসর ড. অলীউল আলম বলেন, ‘বর্তমান যুগ প্রযুক্তির-যুগ। প্রযুক্তিকে ইতিবাচক খাতে ব্যবহার করতে হবে ও ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে দক্ষ, যোগ্য ও স্মার্ট-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘সমাজবিজ্ঞান একটি বহুশাস্ত্রীয় বিজ্ঞান। এজন্য চিরকালই এর চাহিদা ব্যাপক ও বিস্তৃত। যত দিন যাচ্ছে সমাজবিজ্ঞানের স্নাতকদের চাহিদা ও বাজারদর ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘শিক্ষকতা, সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমাসহ সকল ক্ষেত্রে সমাজবিজ্ঞানের স্নাতকদের চাহিদা রয়েছে। বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টর হচ্ছে সমাজবিজ্ঞানের স্নাতকদের চাকরির একটা বড় ক্ষেত্র। কম্পিউটার ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি করতে পারলে এই সেক্টরে তোমরা ভালো ক্যারিয়ার গড়তে পারবে। এজন্য তোমাদের অবশ্যই যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।’
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান। প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও বিশেষ-অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়’র সেন্টার ফর-ইন্টার-ডিসিপ্লিনারি রিসার্চ’র ডিরেক্টর-প্রফেসর ড. এ.এইচ.এম. রহমতুল্লাহ ইমন। এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগ’র শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগ’র-প্রভাষক মো. বকুল হোসেন।