বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং মেঘনা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্বাক্ষরিত

আপডেট: জুলাই ১০, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং মেঘনা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) মেঘনা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম এবং সহকারী অধ্যাপক আতিয়া আহমেদ। মেঘনা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, পরিচালক এবং সিইও কাজী এহসান খলিল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কর্পোরেট ব্যাংকিংয়ের প্রধান কিমিউয়া সাদাত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাদিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের পক্ষে বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন এবং মেঘনা ব্যাংক পিএলসির পক্ষে পরিচালক এবং সিইও কাজী এহসান খলিল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। শিক্ষা, গবেষণা, ব্যবসাসহ শিক্ষা-প্রশিক্ষণের নানা ক্ষেত্রে পারস্পরিক সহোযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে সহোযোগিতার লক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কাটা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version