বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী ও সিলেট সিটির মেয়র

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে আসেন তাঁরা। এসময় তাদের সঙ্গে ছিলেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব এ.কে.এম কামরুজ্জামান খান।

শুরুতেই আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপÍ উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এরপর অতিথিরা আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নার ঘুরে দেখেন। ঢাকার বাহিরে এমন ক্যাম্পাস দেখে অভিভুত হোন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখছে। আমরা এখানে ইনোভেশন হাব স্থাপন করেছি। ফলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসিটি খাতকে আরো সমৃদ্ধ করবে।’

পরিদর্শনকালে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন ও অত্যাধুনিক অবকাঠামো এবং যুগোপযোগী শিক্ষায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অবদান রাখছে বলে প্রশংসা করেন। এছাড়াও অতিথিরা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ